Friday, December 1, 2023

নালা পরিষ্কার করছিলেন মা-বাবা, ঘরে ঘুমাচ্ছিল ৩ শিশু, মুহূর্তেই পাহাড় ধসে জীবন শেষ ৪ জনের

Mother and father were cleaning the drain, 3 children were sleeping in the house, at the moment 4 people died in the collapse of the neighborhood

#নিউজ ডেস্কঃ জল জমে যাওয়ার কারনে ঘরের বাইরে নালা পরিষ্কার করতে বেড়িয়েছিলেন মা-বাবা দুজনে। এদিকে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল তাদের ৩ শিশুসন্তান। হঠাৎই পাহাড় ধসে মর্মান্তিক পরিণতি। মাটির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৩ শিশু সহ এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের (Bangladesh) সিলেট জেলায়।

প্রথম আলোর খবর অনুযায়ী, সোমবার (Monday) ৬ জুন (June) ভোর ৫টার দিকে সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে ঘটে এ ঘটনা। জানা গেছে, পরিবারটি পাহাড়ের পাদদেশে বসবাস করতো। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এদিকে একই পরিবারের ৩ জনের পাশাপাশি ঘটনাস্থলে মৃত্যু হয় ১ কলেজ পড়ুয়ারও। কারণ পাহাড়টি ধসে পড়েছিল পৃথক পৃথক স্থানে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। শুরু হয়, মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের কাজ।

ঘটনায় মৃত তিন শিশুর বাবা লাল মোহন বড়ুয়া বলেন, ভারী বৃষ্টিতে বেশি জল জমে যাওয়ার কারণে বাড়ির পাশের নালা পরিষ্কার করার জন্য স্বামী-স্ত্রী দুজনই বের হয়েছিলেন। সন্তানেরা সবাই ঘরে ঘুমাচ্ছিল। এ সময় পাহাড় ধসে পড়ার কারণে চোখের সামনেই সবকিছু শেষ হয়। লাল মোহন বলেন, এখন পরিবারে তাঁরা স্বামী-স্ত্রী ছাড়া আর কেউই বেঁচে নেই।

জানা যায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
 
আপনার জন্য
WhatsApp Logo