#নিউজ ডেস্কঃ অর্থনৈতিক সংকট ও লোডশেডিংয়ের (load shedding) যন্ত্রণায় বিপর্যস্ত পাকিস্তানের (Pakistan) জনতা। তাই রাত ১০ টার পর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে (Islamabad) যে কোন প্রকার বিয়ের অনুষ্ঠানে ফ্যান লাইট থেকে শুরু করে পুরো বিয়ের অনুষ্ঠানই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)।
বুধবার (Wednesday) পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, চলমান অর্থনীতি এবং বিদ্যুৎ সংকটের কারণে লোডশেডিং কমাতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার। এছাড়াও এই নিষেধাজ্ঞাকে কঠোর ভাবে বাস্তবায়ন করতে ইসলামাবাদ পুলিশ ও প্রশাসনকেও অবহিত করা হয়েছে সরকারের তরফ থেকে। খবরে বলা হয়, দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশেই ইসলামাবাদে এই নিয়ম জারি করা হয়।
পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমস জানায়, এ নিষেধাজ্ঞা যাতে সবার উপর সমান ভাবে কায়েম করা যায় তার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়াও আইন অমান্যকারীকে কঠোর শাস্তি দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে সরকার পক্ষ থেকে। অন্যদিকে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রবিবারের (Sunday) পাশাপাশি শনিবারও (Saturday) সাপ্তাহিক ছুটির দিন বহাল রাখার ইঙ্গিত দিয়েছে দেশটির মন্ত্রিসভা।