#নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলায় এক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দুই দলের মধ্যে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আল জাজিরা জানায়, একপর্যায়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা হাতাহাতিতে লিপ্ত হয়ে যান। এমনকি শুরু হয় একে অপরের দিকে চেয়ার ছোঁড়াছুড়িও। শনিবার (Saturday) ৪ জুন মারাকাইবো (Maracaibo) শহরে ঘটে এঘটনা।
স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শহরটিতে এক সমাবেশে যোগ দেয়ার কথা ছিল বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর (Juan Guidor) । সেই বুঝে সাজানো হয়েছিল পুরো মঞ্চ। কিন্তু তখনই সেই সমাবেশে আবার উপস্থিত হন বিরোধী দলের কয়েকজন সদস্যরা। এরপর তাদের সঙ্গে শুরু হয় বাক-বিতণ্ডা। পরিস্থিতি পৌঁছে যায় হাতাহাতিতে। এমনটি একে অপরের দিকে চেয়ার ছোঁড়াছুড়িও করেন তারা।
জানা যায়, বেশ কিছুক্ষণ ধরে সংঘাত চলার পরেই ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে তাঁরা। তবে এই সহিংসতার পরে ছোট করে ফেলা হয় আয়োজনের পরিসর। এরপর সমর্থকদের সাথে সাক্ষাৎ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন গুয়াইদো।