#নিউজ ডেস্কঃ থাইল্যান্ডে (Thailand) বৈধতা পেতে চলেছে গাঁজা। এবার থেকে যে কেউ চাইলে বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে বাণিজ্যিকভাবে গাঁজার ব্যবসা করতে পারবে। শুধু তাই নয়, বিভিন্ন ঔষধ-পত্র ছাড়াও তরকারিতে গাঁজা পাতা ব্যবহার করতে পারবেন যে কেউই। তবে প্রকাশ্যে গাঁজা সেবন এখনও নিষিদ্ধ রাখা হয়েছে দেশটিতে। তবে গোপনে আপনার যা ইচ্ছা।
দেশটির সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি এবং ছাড়পত্র সাপেক্ষে দেশটিতে গাঁজা গাছ চাষ করা যেতে পারে। তবে এর জন্য সর্বোচ্চ ৬টি গাছ চাষ করা যাবে বাড়িতে। দেশটির উপ-প্রধানমন্ত্রী জানান, কৃষি এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকাশ্যে গাঁজা সেবনে রয়েছে এখনও বাধানিষেধ। অর্থাৎ বিনোদ হিসেবে কেউ রাস্তা ঘাটে গাঁজা খেতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুধু মাত্র রেস্তোরাঁগুলোতে এবং চিকিৎসা খাতে ব্যবহারে বৈধতা দেয়া হয়েছে গাঁজাকে।
জানা যায়, ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহারের অনুমতি দিয়েছিল থাইল্যান্ড সরকার। আর তখনই থেকেই মূলত বিভিন্ন রেস্টুরেন্টে (Restaurant) খাবারের সাথে ব্যববহার করা হয় গাঁজা পাতা। দেশটির বহু নাগরিকদের মতে, চলতি বছরে গাঁজার ওপর আরও শিথিলতা আনতে পারে সরকার। এজন্য পার্লামেন্টে পাঠানো হয়েছে আইনী খসড়া।