Friday, December 8, 2023

গভীর রাতে কেন কাঁদে কুকুর? কুকুরের কাঁদা মানে কি বিপদের লক্ষন? এবিষয়ে কি বলেছে বিজ্ঞান? জানুন বিস্তারিত

Why do dogs cry in the middle of the night?

#লাইফস্টাইল ডেস্কঃ দাদা ঠাকুমারা বলে গেছেন, মধ্যে রাতে কুকুর কাঁদা মানে মোটেও ভালো লক্ষন নয়। কুকুরের কাঁদা মানে কারো মৃত্যু (death) আসন্ন। এমনকি কুকুর কাঁদলে ধরে নিতে হবে প্রাকৃতিক কোনো দুর্যোগ আসতে চলেছে এ পৃথিবীতে। করো মৃত্যু সংবাদ, বড় কোন ক্ষয়ক্ষতি, ভূমিকম্প (Earth quake) সম্পর্কেও নাকি আগেই টের পেয়ে যায় কুকুররা, তাই তো মধ্য রাত হলেই কাঁদতে শুরু করে তাঁরা। কিন্তু এতথ্য কি আদৌও সঠিক? এ বিষয়ে বিজ্ঞান কি বলে?

গভীর রাতে কুকুরের কান্না করার পিছনে ৩টি কারণ সম্পর্কে উল্লেখ করছে বিজ্ঞান সমাজ। জ্যোতিষ বিজ্ঞানের দেওয়া তথ্য, সাধারণ মানুষের চিন্তা, আধ্যাত্মিক মতবাদ, এসব চিন্তাধারা থেকে একদমই আলাদা।

|কী বলছে বিজ্ঞান?
১.বিজ্ঞানের মতে, কুকুররা আসলে কাঁদেই না। কুকুররা ওভাবে ডাকে। দূরে থাকা সঙ্গীর কাছে বার্তা (Massage) পোঁছে দেবার জন্য। এ ছাড়াও এ ভাবে আওয়াজ করে তার নিজের অবস্থান সম্পর্কে সঙ্গীদের জানান দেয়।

২.কুকুর হল দলবদ্ধ প্রাণী। তারা মোটেও একা থাকতে পছন্দ করে না। তাই কোন কুকুর অন্য কুকুরদের খুঁজে না পেলে এভাবে মুখ দিয়ে আওয়াজ করতে থাকে তাঁরা। এছাড়াও কোন কুকুর যদি একা থাকে তাহলে নিজের একাকিত্বের কারণে এমনটি করে থাকে তাঁরা।

৩.হতে পারে কোন কুকুরের ঠোঁটে আঘাত লেগেছে। তাই রাত হলে সেই ব্যথা বাড়তেই ডাকতে শুরু করে তাঁরা।
আপনার জন্য
WhatsApp Logo