Friday, December 8, 2023

গদিতে বসতেই কেল্লা ফতে, সোফায় তলায় মিললো লক্ষ লক্ষ টাকা, বড়লোক হয়ে গেলেন মহিলা

Sitting on the mattress, the fort was conquered, 28 lakh rupees was found on the floor of the sofa, the woman became rich

#নিউজ ডেস্কঃ সোফায় বসতেই যে ভাগ্য খুলে যাবে সেকথা কেই বা জানত। সোফার তলায় যে লক্ষ লক্ষ টাকা মিলবে সেটাও বা কে জানতো। সবই উপর ওয়ালার ইচ্ছা। তাই তো এক রাতের মধ্যে বড় হয়ে গেলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California) বাসিন্দা ভিকি উমদু নাম্মি নামে এক মহিলা। খবর দ্যা ডনের।

খবরে বলা হয়, নতুন বাড়ি সাজিয়ে তোলার জন্য আসবাবপত্র কেনার কথা ভাবছিলেন ভিকি উমদু। আর তখনই তিনি খোঁজ পান যে, পাশের বাড়িতেই এক পরিবার তাদের পুরোনো আসবাবপত্র বিলি করে দিচ্ছে। তাই নতুন আসবাবপত্র কেনার সামর্থ না থাকার কারণে উমদু সেই বাড়ি থেকে একটি সোফা নিজের বাড়িতে নিয়ে আসেন। আর এতেই ঘটে অলৌকিক ঘটনা।

উমদু বলেন, এক নিকটাত্মীয়ের মৃত্যুর পর, ক্যালিফোর্নিয়ার ওই পরিবারটি বিনামূল্যে তাদের আসবাবপত্র বিলি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এই খবর নেট মাধ্যমে পাওয়ার পরই উমদু সেই পরিবারটির কাছ থেকে একটি সোফা নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর সেই সোফার উপর বসতেই মূলত বড় লোক বনে যান উমদু। কারণ, সেই সোফার তলায় ২৮ লক্ষ টাকা খুঁজে পান তিনি। এক সাক্ষাৎকারে উমদু জানিয়েছেন, টাকার হদিস পাওয়ার কিছু ক্ষণ পরেও তিনি ভাবছিলেন এটি হয়তো কোনও ধরনের ঠাট্টা। কিন্তু পরে তিনি নিশ্চিত করেন যে, সত্যিই সোফার গদিতে সঞ্চিত ছিল প্রায় ২৮ লক্ষ টাকা।

তবে উমদু এতো গুলো টাকা খুঁজে পাবার পরেও নিজের কাছে ১ টাকাও রাখেননি তিনি। পুরো টাকাটাই ওই পরিবারটিকে ফিরিয়ে দিয়েছেন উমদু। উমদু বলেন, সেই পরিবারটিও জানতো না যে, সোফার তলায় এতো গুলো টাকা কিভাবে আসলো। তবে তারা উমদুর টাকা ফেরত দেওয়ার মতোন এমন মহৎ কাজ দেখে উমদুকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা উপহার হিসাবে দেন তাঁরা।
আপনার জন্য
WhatsApp Logo