#নিউজ ডেস্কঃ কোন ছাঁদ নেই এমনকি কোন দেওয়ালও নেই! অথচ এক রাতের (A night) জন্য এই হোটেলে আপনাকে থাকতে হলে খরচ করতে হবে ২৬ হাজার টাকা। সত্যি বিষয়টি খুবই আশ্চর্যজনক। তবে সুইজারল্যান্ডে (Switzerland) ঘুরতে গিয়ে অনেক পর্যটকরাই খোলা আকাশের নিচে এমন হোটেল গুলিতে দিব্যি রাত কাটাচ্ছেন। এমনকি এ হোটেল গুলিতে থাকার জন্য চড়া দামে ভাড়াও দিতে প্রস্তুত তারা।
আশ্চর্যজনক এ হোটেল গুলিকে বলা হয়, জিরো স্টার হোটেল (Zero Star Hotel)। তবে নামেই এই হোটেল গুলো। শুধু মাত্র রাস্তার ধারে একটি পেট্রোল পাম্পের (Petrol pump) পাশে পাতা রয়েছে একটা খাট। তার দুপাশে দুটি টেবিল আর সঙ্গে দুটি ল্যাম্প লাইট। ব্যস, এতটুকুই। আর এখানেই থাকতে হলে প্রতি রাতের ভাড়া গুনতে হবে ২৬ হাজার টাকা। জানা গেছে, হোটেল গুলির কারিগর ফ্রাঙ্ক ও পেট্রিক নামে দুই যমজ ভাই। তাদের মতে, সারা বিশ্বের হোটেলগুলি যখন অতিথির বিলাসিতার কথা চিন্তা করতে ব্যস্ত, তখন তাঁরা হাঁটতে চাইলেন একেবারে উলটোপথে। আর তাই জন্যই রাস্তার পাশে পাহাড়ের কোলে কোলে তৈরি করেছেন এমন অনেক হোটেল।
কিন্তু কি বিশেষত্ব রয়েছে এ হোটেল গুলিতে? এ বিষয়ে হোটেল মালিকরা জানিয়েছেন, খোলা আকাশের নিচে অনেকেই রাত কাটাতে চান। কেননা বড় বড় সব হোটেল গুলিতে দমবন্ধ কর পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও পৃথিবীর যা পরিস্থিতি তাতে ঘুমানোর থেকে বেশি দরকারি পারিপার্শ্বিক বিষয় নিয়ে চিন্তা করা। এখানে যাঁরা রাত কাটাতে আসবেন, তাঁরা যেন সারারাত ধরে জলবায়ু পরিবর্তন, যুদ্ধ পরিস্থিতি কিংবা প্রকৃতির সংরক্ষণের উপায় নিয়ে ভাবেন পারেন। শুধু তাই নয়, বড় বড় হোটেল গুলির সব পরিসেবার কথা মাথায় রেখে খাটে শুয়ে অর্ডার (order) করলেই চলে আসবে ব্রেকফাস্ট বা পছন্দসই পানীয়।
হোটেল মালিকদের মতে, হোটেল গুলো চালু হওয়ার পর থেকেই বুকিং (Booking) আসতে শুরু করেছে তাদের কাছে। আর এজন্য অনলাইন (Online) বুকিংয়ের সু-ব্যবস্থা আনতে চলেছে তাঁরা।