Thursday, December 7, 2023

কি বিপত্তি! ইমরানের শোওয়ার ঘরে spy camera লাগাতে গিয়ে ধরা পড়লো তারই কর্মী!

His staff was caught trying to install a spy camera in Imran Khan's bedroom!

#নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী হাওয়ার পর থেকে নানা ঝড় ঝাপটা’র মধ্যে দিয়ে দিন অতিবাহিত হচ্ছে পাকিস্তানের পিটিআই (PTI) পার্টির চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (imran Khan)। কখনো তার বিরুদ্ধে মারপিট ও দাঙ্গা ছড়ানোর অভিযোগ, কখনো বা বিমান বন্দর থেকে তার মোবাইল ফোন (Mobile) চুরি। এবার আরোও একবার ইমরানের ক্ষতি করতে তার শোওয়ার ঘরে স্পাই ক্যামেরা (Spy camera) লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তাঁরই বাড়ির এক কর্মী। অভিযোগ, ইমরানের উপর নজরদারি চালানোর জন্যই নাকি এ কাজ করা হয়েছে।

এআরওয়াই নিউজের খবর অনুযায়ী, শোওয়ার ঘরে ‘স্পাই ক্যামেরা’ লাগাতে গিয়ে হাতেনাতে আটক করা হয়েছে ওই সাফাই কর্মীকে। শোওয়ার ঘরে ‘স্পাই ক্যামেরা লাগাতে গিয়ে ওই কর্মীকে দেখে ফেলেন আরেক কর্মী। এরপরেই তিনি ইমরানের দেহ রক্ষীকে বিষয়টি জানান। পরে আটক করা হয় তাকে। জানা গেছে, বিরোধী দলের থেকে ঘুষের টাকা খেয়ে ইমরানের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করার চেষ্টা করছিলেন ওই কর্মী। ইসলামাবাদের (Islamabad) বানি গালায় ইমরানের নিজ বাড়িতে ঘটেছে এ ঘটনা।

প্রসঙ্গত, ইমরানের প্রাণহানির আশঙ্কা রয়েছে সম্প্রতি এমনি একটি গুজব ছড়িয়েছিল পুরো পাকিস্তানে। আর এর মধ্যেই পিটিআই চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের উপর গুপ্ত চরবৃত্তির অভিযোগ উঠেছে তার কর্মীর বিরুদ্ধে। যদিও এর আগেও বহুবার এমন অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন পিটিআইয়ের (PTI) নেতা কর্মীরা। সেসময় এ ঘটনাকে অত্যন্ত জঘন্য বলে আখ্যা দিয়েছিলেন দলের নেতা শেহবাজ।

 
আপনার জন্য
WhatsApp Logo