#নিউজ ডেস্কঃ কথায় আছে না, নিন্দুকেরা নিন্দা তো করবেই। তেমনি ফটোগ্রাফাররা (Photography) ছবি তো তুলবেই। সে যেমনি পরিস্থিতি আসুক না কেন তাদের সামনে। তা বলে যে ফটোগ্রাফারদের অপমান করা হচ্ছে তা কিন্তু নয়। তবে কিছু কিছু জায়গা আছে যে সব জায়গায় ছবি তোলা একদমই বারণ। বিশেষ করে কোন মিউজিয়ামের (museum) ভিতর। বিশ্বের অধিকাংশ মিউজিয়ামেই এই নিয়মটি রয়েছে।
|কেন ছবি তোলা বারণ মিউজিয়ামের ভিতর?
১.পেশাদার ফটোগ্রাফাররা (Photography) ছবি তোলার জন্য যা খুশি করতে পারেন। এমতাবস্থায় যদি তাদের ছবি তুলতে দেওয়া হয় তাহলে মিউজিয়ামের সামগ্রীর ক্ষতি হতে পারে।
২.কাউকে ছবি তোলার অনুমতি দিলে বাকিদেরও ছবি তোলার হিড়িক পড়ে যাবে। মিউজিয়ামে থাকে মহামূল্যবান ছবি। ফলে অতিরিক্ত ভিড় জমে ছবির ক্ষতির আশংকা থাকে।
৩.ক্যামেরা ও ফটোগ্রাফ যত কমবে, দর্শকদের অভিজ্ঞতা ততই সমৃদ্ধ হবে। এমনটাই বলছেন মিউজিয়াম বিশেষজ্ঞরা।
৪.মিউজিয়াম সামগ্রীর ছবি তুলে সেয়ার (Share) করলে মিউজিয়ামে আসার আগ্রহ কমে যাবে নতুন দর্শকদের।
৫.ছবি তুললে শিল্পের মান কমে যেতে পারে বলে ধারণা বেশির ভাগ শিল্প রসিকের। আর তাই ছবি তোলায় নিষেধাজ্ঞা থাকে অনেক ক্ষেত্রেই।
৬.কপিরাইট (Copyright)। সিনেমা হলের ভেতরে যেমন ছবি বা ভিডিও তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। তেমনি মিউজিয়ামের সামগ্রীর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কারণ শিল্পের ক্ষেত্রে কপিরাইট একটি বড় ইস্যু।