Friday, December 8, 2023

অবিশ্বাস্য! টানা ৩৬ কিলোমিটার দৌড়ে মানুষ সহ ৫০ টি ঘোড়াকে পিছনে ফেলে দিলেন Ricky Lightfoot

Ricky Lightfoot left behind 50 horses with people running 36 kilometers in a row

#নিউজ ডেস্কঃ দৌড়ে ঘোড়াকে হারিয়ে দেওয়া মুখের কথা নয়। কারণ, ঘোড়া হল ছুটন্ত এক প্রাণী। ঘোড়াকে দৌড়ে হারিয়ে দেওয়া মানে, চলন্ত গাড়ির সাথে টক্কর নেওয়া। তবে এবার সেই ঘোড়াকেই দৌড়ে হারিয়ে দিয়ে এ অসম্ভব কাজটিকেই সম্ভব করে দেখিয়েছেন ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে (Tenerife) বসবাসরত রিকি লাইটফুট, তাও আবার টানা ৩৬ কিলোমিটার দৌড়ে ৫০ টি ঘোড়াকে পিছনে ফেলে দেন তিনি।

শনিবার (Saturday) যুক্তরাজ্যের ওয়েলসে (Wales) এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে রিকি ১ হাজার মানুষ ও ৫০ টি ঘোড়াকে পিছনে ফেলে দিয়ে এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ১৯৮০ সালে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ওয়েলসে। তবে রিকি একাই নন, এর আগেও এ প্রতিযোগিতায় অংশ নেওয়া মাত্র ৩ জন প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে প্রথম স্থানে রয়েছেন।

একা সাক্ষাৎকারে রিকি জানিয়েছেন, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে থেকে এসেছেন তিনি। আর এর জন্য তাকে পাড়ি দিতে হয়েছিল দীর্ঘ পথ। এমনকি টানা ২৯ ঘণ্টাও (hour) জেগে থাকতে হয়েছে তাকে।

দৌড়ের অভিজ্ঞতা হিসেবে রিকি বলেন, ওয়েলসের প্রতিযোগিতায় যে তিনিই প্রথম হয়েছেন, তা শুরুতেই বুঝতে পারেননি তিনি। কারণ, মানুষ ও ঘোড়ার দৌড়ানোর পথ আলাদা। পরে আশপাশে থাকা লোকজনকে জিজ্ঞাসা করে তিনি বুঝতে পারেন প্রতিযোগিতায় ১ হাজার মানুষ ও ৫০ ঘোড়াকে পেছনে ফেলে জয় তাঁর ঘরেই এসেছে। অন্যদিকে প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ৪ লাখ টাকা (৩ হাজার ৫০০ পাউন্ড) পুরস্কৃত কারা হয় তাকে। রিকি জানিয়েছেন, ৩৬ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করতে তার সময় লেগেছে, ২ ঘণ্টা ২২ মিনিট ২৩ সেকেন্ড।
আপনার জন্য
WhatsApp Logo