Thursday, December 7, 2023

ATC-র সাথে যোগাযোগ বিছিন্ন পুরো বিমানের, জেট প্লেন নিয়ে খোঁজ করতে গিয়ে দেখা গেল ককপিটে বসে ঘুমাচ্ছেন দুই পাইলট!

Searching-for-the-entire-aircraft-the-jet-plane-which-lost-contact-with-the-ATC-found-two-pilots-sleeping-in-the-cockpit

#নিউজ ডেস্কঃ মাঝ আকাশে হঠাৎ করেই পুরো বিমানের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC)। পরে ফাইটার জেট দিয়ে হারিয়ে যাওয়া বিমানটির খোঁজে উদ্ধার অভিযান চালানো হলে দেখা যায়, ককপিটে (Cockpit) বসে রিতিমত ঘুমাচ্ছেন দু’ই পাইলট। ঘটনাটি ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (Newyork) আইটিএ (ITA) মডেলের একটি বিমানের সাথে।

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, নিউইয়র্ক থেকে রোমের (Rome) উদ্দেশে যাত্রা করছিল বিমানটি। কিন্তু হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় পুরো বিমানের। এরপর অনেক চেষ্টা করেও প্রায় ১০ মিনিট ধরে পাইলটের সাথে কোনো রকমেই যোগাযোগ পুনঃস্থাপন করতে না পেরে বিমানটির উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া বিমানের খোঁজ পাওয়া গেলে দেখা যায়, ককপিটে বসে পাইলট এবং সহকারী-পাইলট ঘুমাচ্ছেন।

ঘটনায় ATC-র তরফে জানানো হয়, প্রথমে ধরে নেওয়া হয়েছিল বিমানটিকে অপহরণ করা হয়েছে। তাই সেটিকে উদ্ধার করতে দু’টি ফাইটার জেট পাঠানো হয়েছিল। জানা গেছে, এ ঘটনার পর উভয় চালককেই বরখাস্ত করা হয়েছে। একই সাথে বিষয়টি জানাজানি হলে তীব্র নিন্দা ও সমালোচনা সরব হন অনেকই।
আপনার জন্য
WhatsApp Logo