Friday, December 1, 2023

৩০ মিনিটের ভিতর গন্তব্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এর মধ্যেই বিমান দুর্ঘটনায় পরিবারের ৪ জনের মৃত্যু

It was supposed to reach its destination within 30 minutes, but within that time, four members of the family died in a plane crash.

#নিউজ ডেস্কঃ ফ্রান্সের পর্যটকবাহী একটি বিমান দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ওই বিমানটিতে পাইলট (Pilot) সহ ৫ জন আরোহী ছিল বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (Saturday) (২১ মে) ফ্রান্সের আলপসে (Alps) এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করে উদ্ধারকারী কর্মকর্তারা। খবর সুত্র এএফপি।

খবরে বলা হয়, ৩০ মিনিটের ভিতর গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল বিমানটিকে। কিন্তু বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে স্থানীয় সময় সন্ধ্যার দিকে আছড়ে পড়ে বিমানটি। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রেনোবলের কাছে ভারসুদ বিমানঘাঁটি থেকে প্লেনটি উড্ডয়ন করে ছিল। 

স্থানীয়রা জানায়, মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায়। এরপর জরুরী পরিষেবায় ফোন দেন তাঁরা। পরে উদ্ধারকারী ৬০ জনের একটি দল এসে বিধ্বস্ত বিমানটি থেকে ৪ জনের মরদেহ সহ একটি শিশুকে জীবিত উদ্ধার করে তাঁরা। বিমানটির আগুন নেভানোর কাজে নিযুক্ত হয় ৬০ জনের উদ্ধারকারী ওই দলটি।
জানা গেছে, এই দূর্ঘটনার কারণ জানতে গ্রেনোবলের প্রসিকিউটর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
আপনার জন্য
WhatsApp Logo