Wednesday, October 9, 2024

১১ সন্তান, ৪১ জন নাতি-নাতনি নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হুয়ান, প্রকাশ করলেন লম্বা আয়ুর রহস‍্য

Juan, the world's oldest person with 11 children, 41 grandchildren, reveals the secret of longevity

#নিউজ ডেস্কঃ ১১ সন্তানের বাবা ও  ৪১ জন নাতি-নাতনি নিয়ে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হলেন, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ভেনেজুয়েলায় (Venezuela) বসবাসরত হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। শুক্রবার (Friday) ২৭ মে পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সান্নিধ্যে হয়ে নিজের ১১তম জন্মদিন পালন করলেন এই ব্যক্তি।

জানা যায়, ১০ দিন আগেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে গিনেস বুকে (Guinness book) নিজের নাম লেখান হুয়ান। ১১ সন্তান ও ৪১ জন নাতি-নাতনি সহ আরও দুই প্রজন্মের উত্তরাধিকার রয়েছে এই ব্যক্তির। তবে কথা বলার সময় তার কিছু জড়তা থাকলেও অন্য কোন শারীরিক জটিলতা নেই বলে জানায় হুয়ান।

সুস্থ ও দীর্ঘ আয়ুর সম্পর্কে বলতে গিয়ে হুয়ান গিনেজ বুক কর্তৃপক্ষকে জানিয়েছে, কঠোর পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রাম আর রাতে দ্রুত ঘুমানোর নিয়ম পালন করেন সব সময়। এছাড়াও প্রতিদিন পান করেন খুব ছোট এক গ্লাস ঐতিহ্যবাহী পানীয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গিনেজ বুকের তথ্য অনুযায়ী, হুয়ানের আগেও বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন, স্পেনের স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া  (de la Fuente Garcia) নামে এক ব্যক্তি। তবে তিনি চলতি বছর জানুয়ারি মাসে ১১২ বছর ৩৪১ দিন বয়সে পরলোকগমন করেন।

#আরো পড়ুনঃ এটিই পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধ যুক্ত ফল, দাম ৩৬ হাজার টাকা, কেমন খেতে এই ফল?

আপনার জন্য
WhatsApp Logo