#নিউজ ডেস্কঃ ১১ বছর আগে রক্ত ও প্লেটলেটস দান করে মহিলার প্রাণ বাঁচানো ব্যক্তিই আসলে তার স্বামী। কিন্তু গত ১১ বছর ধরে এই সত্য গোপন করে রেখেছিলেন ওই ব্যক্তি। কিন্তু বিয়ের পর লিম নামে ওই মহিলা হঠাৎ করে হসপিটালে খোঁজ নিতে গিয়েই জানতে পারেন তার স্বামীর সমন্ধে। তবে আশ্চর্যজনক বিষয়টি হল, গত ১১ বছর আগে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মহিলা জানতে পারলেন তার বিয়ের পর! ঘটনাটি চায়নার (China) সিন্ধ প্রদেশে ঘটেছে।
চায়না টাইমসের তথ্য অনুযায়ী, ১১ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন লিম। কিন্তু এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তার শরীরের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। শেষমেষ ১০ ইউনিট রক্ত ও ২ ইউনিট প্লেটলেটসের কারণে সেই যাত্রায় বেঁচে যায় ওই মহিলা, তাও আবার এক ব্যক্তির সহায়তায়। এরপর নিজ দেশ সিন্ধুতে ফিরে এসে ৭ বছর পর এক ডাম্পলিং বিক্রেতার সঙ্গে প্রেম করে ২ বছর পর তাকে বিয়ে করেন লিম।
এরপর একদিন স্বামীর সাথে বসে পূর্বের সব ঘটনা নিয়ে স্মৃতিচারণ করছিলেন লিম। হঠাৎই ১১ বছর আগের ঘটনা মনে পড়ায় বিচলিত হয়ে পড়েন তিনি। খোঁজ নেন হসপিটালে, কে তার প্রান বাঁচিয়েছিল সেই সময়। কিন্তু হসপিটালের তরফে লিমকে কিছুই জানানো হয় না। কারণ, প্রান বাঁচানো ব্যক্তিটি হসপিটাল কর্তৃপক্ষকে সব কিছু গোপন রাখতে বলেছিল। কিন্তু জোরজবরদস্তি করার পর হসপিটালের তরফে ওই ব্যক্তির পদবী জানানো হয় লিমকে। যা কিনা তার স্বামীর পদবীর সঙ্গে খুব মিল।
এরপরই লিম কৌতূহলবশত তার স্বামীর আইডেন্টিফিকেশন (Identification) নম্বর মিলিয়ে দেখেন। আর তারপরই চমকে ওঠেন তিনি। কারণ, ২০ বছর বয়স থেকেই নিয়মিত রক্ত ও প্লেটলেটস দান করেন লিয়ান (স্বামী) নিজের অজান্তেই বাঁচিয়ে ফেলেছিলেন হবু স্ত্রী-র প্রাণ।