#নিউজ ডেস্কঃ হত্যা-মামলার প্রমাণ চুরি করে পালিয়েছে এক বাঁদর। ফলে স্থগিত হয়ে যায় আদালতের বিচার কার্য। ঘটনাটি রাজস্থানের (Rajsthan) জয়পুর শহরে ঘটেছে। বুধবার (৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, প্রমাণ গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার সময়ই ঘটে এই ঘটনা। এদিকে চুরি যাওয়া প্রমাণ গুলোর মধ্যে অন্যতম ছিল একটি চাকু। পুলিশের ধারণা, হয়তো এই চাকুর সাহায্যই খুন করা হয়েছিল। কিন্তু শেষমেশ সেই চাকুটি চুরি করে নেয় একটি বাঁদর।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের জয়পুরের চাঁদাবাজি পুলিশ স্টেশনের পাশ থেকে ২০১৬ সালে শশীকান্ত শর্মা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। আর সেই মরদেহের পাশ থেকেই মিলেছিলো সেই চাকুটি। পুলিশ জানায়, এক কনস্টেবল সেই চাকুর প্যাকেটটি একটি গাছ তলায় রেখেছিলেন। আর হঠাৎ করেই একটি বাঁদর এসে সেই চাকুর প্যাকেটটি নিয়ে পালিয়ে যায়। পরে কর্মক্ষেত্র গাফিলতির জন্য ওই কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে জানা যায়। অন্যদিকে প্রমাণের অভাবে স্থগিত হয়ে গিয়েছিল আদালতের বিচার কার্য।
এনডিটিভি জানায়, বরখাস্ত হওয়া সেই কনস্টেবল পরবর্তীতে মারা যান। কিন্তু চুরি যাওয়া সেই চাকুটিকে আজও উদ্ধার করা সম্ভব হয়নি।