#নিউজ ডেস্কঃ মার্কিন ধনকুবের ও টেসলা কম্পানির কর্ণধর ইলন মাস্ক জানিয়েছেন, তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাসপেন্ড হয়ে যাওয়া টুইটার একাউন্ট ফিরিয়ে দিতে চান। মঙ্গলবার (Tuesday) (১০ মে) ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা দেয়ার সময় একথা ঘোষনা করেন মাস্ক।
মাস্ক বলেন, ট্রাম্পের উপর টুইটারের (Twitter) দেওয়া সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি। এছাড়াও ট্রাম্পের প্রতি পূর্বে দেওয়া টুইটারের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও বোকামি বলেও ব্যাখ্যা করেন মাস্ক। মাস্ক বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তটি মানুষের রাজনৈতিক ও মতামত প্রকাশের অধিকারকে প্রসারিত করবে।
যদিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, যদি ইলন মাস্ক তার টুইটার একাউন্ট ফিরিয়েও দেন। তবুও তিনি টুইটার ব্যবহার করবেন না। কারণ ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় সাইট ট্রুথ সোশ্যাল ব্যবহার করবেন।