#নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে (Texas) নার্সারি স্কুলে হামলার কয়েক ঘন্টা আগেই নিজের উদ্দেশ্য জানিয়ে ‘ফেসবুকে’ পোস্ট করেছিল বন্দুকধারী সালভাদর রামোস। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পোষ্ট প্রাইভেট (Private) করে রাখার কারণে মেসেজটির বিষয়ে জানতে পারেনি কেউই। গার্ডিয়ানের খবর।
পুলিশ জানায়, ওই যুবকের কোন মানসিক সমস্যা ছিল তা কিন্তু নয়। এমনকি পূর্বে অপরাধের কোনো রেকর্ডও ছিল না হামলাকারী যুবকের। তবে মঙ্গলবার (Tuesday) টেক্সাসের প্রি স্কুলে হামলার ঘটনায় এখনও ক্ষুব্ধ দেশটির জনগণ। গার্ডিয়ানের রিপোর্ট বলছে, এ হামলায় নিহত ১৯ শিশুর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাদের বেশিরভাগেরই বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।
এদিকে হামলায় নিহত শিশুদের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পোষ্ট (post) করে ভরিয়ে ফেলছে তাদের স্বজনরা। সমবেদনা জানিয়েছে পুরো দেশ।
বলে রাখি, মঙ্গলবার টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে (Rob-Elementary-School) ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২ শিক্ষক ও ১৯ শিশুকে হত্যা করে ১৮ বছর বয়সী সালফার রামোস। পুলিশ বলছে, স্কুলে হামলার আগে বাড়িতে নিজের দিদিমাকেও হত্যা করে ওই যুবক।