Saturday, September 14, 2024

সোনা-দানা সব চুরি করে বাড়ির মালিককে প্রেমপত্র হিসেবে i love you লিখে দিয়ে গেলে রোমান্টিক চোর

The-thief-steals-all-the-gold-and-grains-and-writes-i-love-you-as-the-love-letter-of-the-owner-of-the-house

#নিউজ ডেস্কঃ গয়নাগাটি টাকা-পয়সা সব চুরি করে বেড়িয়ে যাবার সময় বাংলোর মালিককে উদ্দেশ্য করে টিভির উপরে i love you লেখা মেসেজ দিয়ে গেল এক চোর। সম্প্রতি দেশের দক্ষিণ গোয়ার (South Goa) মারগাও শহরের একটি বাংলোতে এই ঘটনা ঘটে। যা দেখে তাজ্জব হয়ে যান বাংলোর মালিক। জানা যায়, বিপুল পরিমাণ অর্থ চুরি করে চম্পট দেয় ওই চোর।

ঘটনায় বাংলোর মালিক জানিয়েছেন, ছুটি কাটাতে বেশ কয়েকদিনের জন্য বাহিরে গিয়েছিলেন তিনি। দু’দিন পরেই বাড়ি ফিরে দেখেন, বড়সড় ডাকাতি হয়ে গিয়েছে তার বাংলোতে। পুলিশ (police) বলে, প্রায় ২০ লাখ টাকারও বেশি পরিমাণ অর্থ ও মূল্যবান সম্পদ ডাকাতি করা হয়ে ওই ব্যক্তির বাংলো থেকে। কিন্তু তাজ্জব ঘটনাটি তখন ঘটে, যখন বাংলোর মালিক তার ঘরে গিয়ে দেখেন, তাকে প্রেমপত্র হিসেবে টিভির স্ক্রিনের উপর i love you লিখে দিয়ে গেছে ওই চোর।

প্রায় ২০ লাখ টাক, মূল্যের স্বর্ণ এবং রুপার গহনা এবং দেড় লাখ টাকা নগদ অর্থ চুরি করে পালিয়েছে ডাকাতরা জানিয়েছেন বাংলোর মালিক। জানা গেছে, রোমান্টিক ওই চোরকে ধরতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
আপনার জন্য
WhatsApp Logo