#নিউজ ডেস্কঃ সময় মতো ফোন না ধরার কারণে স্ত্রীর নাক কামড়ে খাওয়ার অভিযোগ উঠেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইয়াংয় নামে ওই মহিলাকে দ্রুত হসপিটালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে, গত ৬ সেপ্টেম্বর চীনের দেঝৌ শহরে (Dezhou city) ।
ইয়াংয় নামে ওই মহিলা ডেইলি চাইনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার সাবেক স্বামী তাকে কয়েকবার ফোন দেয়। কিন্তু তিনি কাজে ব্যস্ত থাকার কারণে সেই ফোন ধরতে পারেননি। পরদিন এই বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইয়াংয়ের নাক কামড়ে ধরেন তার স্বামী। এবং তা চিবিয়ে খেয়ে ফেলেন ওই ব্যক্তি। এরপর ইয়াংয়ের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে আসে।
হসপিটালের এক চিকিৎসক জানায়, ইয়াংয়ের নাকের অস্ত্রোপচার করতে হবে। কারণ ওই মহিলার স্বামী তার পুরো নাকটাই খেয়ে ফেলেছে। এবং ইয়াংয়ের অভিযোগের পর পুলিশ তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানা গিয়েছে।