#নিউজ ডেস্কঃ অকেজো হয়ে যাওয়া লিফটের ভিতর ৩ দিন ধরে আটকে রইলেন ম্যারিটস ফর্টালিজা নামে ৫৩ বছর বয়সী এক মহিলা। ওই মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যক্তি ব্যাঙ্কার ওয়ারেন স্টিফেনসের নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ভবনের লিফটে আটকা পড়ে যান। ম্যারিটস সাধারণত ওই বাড়িরই কাজের লোক ছিলেন।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (Friday) রাতে ম্যারিটস ওই ভবনটির ৩-৪ তলার মাঝে গিয়ে লিফটের ভেতর আটকে যান। এদিকে সেই লিফটের ভিতর না ছিল কোন এলাম বার্তা! না ছিল ম্যারিটসের কাছে কোন মোবাইল ফোন। ম্যারিটস বিকল হয়ে পড়া ওই লিফটের ভিতর ৩ দিন ধরে আটকে থাকেন।
এদিকে ম্যারিটসের পরিবার ম্যারিটসকে খুঁজে না পেয়ে তারা পুলিশে খবর দেন। এরপর সোমবার (Monday) সকালে এক ভেলিভারি বয় বিকল হয়ে যাওয়া ওই লিফটি ব্যবহার করতে গিয়ে দেখেন, ম্যারিটস ওই লিফটের ভিতর আটকে আছেন। এরপর ভেলিভারি বয় জরুরী পরিষেবা ১৯৯ এ ফোন করলে উদ্ধার কর্মীরা ম্যারিটসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আপাতত সুস্থই আছেন ম্যারিটস।
ম্যারিটস জানিয়েছেন, ওয়ারেন ও হ্যারিয়েট স্টিফেনসের বাড়িতে ১৮ ঘন্টা কাজ করতেন তিনি। এদিকে সেই লিফটি হঠাৎই করে অকেজো হয়ে যাওয়ার কারণ জানতে তদন্তে নামে বাড়ির মালিক।