#নিউজ ডেস্কঃ এলিজাবেথ মনে করতেন কুমারী মেয়েদের রক্তে (blood) স্নান করলে বোধহয় তিনি তাঁর যৌবন আজীবন ধরে রাখতে পারবেন। আর এই লোভে পরেই একে একে ৬৫০ টি মেয়েকে খুন করে তাদের রক্তে স্নান করতেন এই মহিলা। অনেকের মতে, এলিজাবেথ বাথরি একজন ভয়ঙ্কর মহিলা। যিনি একসময় সিরিয়াল কিলার (Serial killer) হিসেবে পরিচিত ছিলেন তার রাজত্বকালে।
ইতিহাসবিদদের তথ্যসূত্র অনুসারে, এলিজাবেথ বাথরি ৬৫০ টির বেশী অবিবাহিত মেয়েদের হত্যা করে তাদের লাল রক্তে Bathtub এ বসে মনের আনন্দে স্নান সারতেন। শুধু তাই নয়, যৌবন ধরে রাখতে মেয়েদের রক্তও পান করতেন তিনি। আর যার কারণে ওই মহিলাকে দ্য ব্লাড কাউন্টেস বা ড্রাকুলার (Dracula) নামে চিনতেন মানুষ।
|এলিজাবেথের সিরিয়াল কিলার হয়ে উঠার কাহিনী!
১৬শ শতাব্দীর কাছাকাছি এলিজাবেথের রাজপ্রাসাদে প্রচুর কাজের লোক কাজ করতেন। একদিন এক কাজের মেয়ে চুল বাধছিলেন এলিজাবেথের। এমন সময়ই কিছু চুল চিরুনিতে জট লাগলে একটু জোর করে টেনে ধরে ওই কাজের মেয়ে। এরপর এলিজাবেথ রেগে গেলে সে ঘুরে এসে যুবতী দাসীকে এমন নির্দয়ভাবে আঘাত করেন যে তার শরীর থেকে রক্ত বেরিয়ে যায়। এরপর এলিজাবেথ লক্ষ্য করেন, সেই কুমারী দাসীর হাতের রক্ত শরীরের বাকি অংশের থেকেও বেশ উজ্জল।
আর এর পর থেকেই মূলত এলিজাবেথের পাগলামি শুরু। তিনি তার যৌবন ধরে রাখতে সুন্দর আর কুমারী মেয়েদের তুলে এনে তাদের হত্যা করে লাল রক্তে স্নান করতেন। আর এভাবেই শত শত মেয়েকে নৃশংসভাবে খুন করেন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এই মহিলা।