#নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কানসাসে ভয়াবহ ঝড় টর্নেডোর আঘাতে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। তবে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়িঘর। দুমড়ে মুচড়ে গেছে বহু গাড়ি। খবর বিবিসির।
বিবিসি জানায়, শক্তিশালী এই টর্নেডোর আঘাতে বিদ্যুত বিছিন্ন হয়ে পড়ে প্রায় ২২ হাজার মানুষ। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিদ্রুত বিদ্যুৎ পৌঁছে দেবার কাজ চলছে। সরকার পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ড্রোন ও হেলিকপ্টারের সাহায্য চলছে পর্যবেক্ষণ।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, টর্নেডোর কারণে কানসাসসহ আইওয়া, মিসৌরি এবং নেব্রাসকায় টানা বজ্রপাতের সতর্কতা জারি করেছে তারা।