Thursday, December 7, 2023

মধ্যরাতে হঠাৎই ধসে পড়ে ভবনটি, তবে আবাসিক এ ভবনে কতজন বাস করত তা জানা যায়নি!

Building-collapse-in-Nigeria

#নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার লাগোস শহরে ৩ তলা একটি ভবন ধসে অনন্ত ৮ জন নিহত হয়েছে। ধসে পড়া সেই ভবনটির নিচে এখনও আটকা পড়ে আছেন অনেকেই। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, রোববার (Sunday) মধ্যরাতে হঠাৎই ধসে পড়ে ভবনটি। আবাসিক এই ভবনে কতোজন বাস করতো সেটা জানা সম্ভব হয়নি। তবে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অতি দ্রুত উদ্ধারের কাজ সম্পুর্ন করবেন।
 
উল্লেখ্য, আফ্রিকার এই দেশটিতে প্রায়শই ভবন ধসের ঘটনা ঘটে থাকে। গেল বছর নভেম্বর (November) মাসে আরো একটি ভবন ধসে ৪০ জন প্রাণ হারিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, লাগোস শহরেই অন্তত ১ হাজারেরও বেশি ভবন ঝুঁকির মুখে রয়েছে।
আপনার জন্য
WhatsApp Logo