Saturday, December 2, 2023

মদ খেয়ে ট্রেনের নীচে ঘুম মাতালেন, শেষমেষ টেনে-হিঁচড়ে বের করলেন রেল কর্মীরা

After drinking alcohol, he fell asleep under the train, and finally the railway workers dragged him out.

#নিউজ ডেস্কঃ মদ খেয়ে ট্রেনের ইঞ্জিনের নিচে মাতাল হয়ে পড়ে রইলো এক ব্যক্তি। শুধু তাই নয়, অতিরিক্ত মদ্য পানের পর ট্রেনের নিচে ঘুমিয়েও পড়েন তিনি। লোকটিকে দেখে হচ্ছিল, মদের ওভারডোজের কারণেই এই হাল হয়েছে তার। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে, ট্রেনের নিচ থেকে রিতিমত ওই ব্যক্তিকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনছেন রেল কর্মীরা।

ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি রেলস্টেশনে, যেখানে ওই ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ছিলেন যে স্টেশনে দাড় করানো একটি ট্রেনের নীচে রিতিমত শুয়ে পড়েন তিনি। এরপর ট্রেনের ইঞ্জিনের নীচে টানা দেন।

दो पैग के बाद क्या रेल की पटरी और क्या रेल का इंजन सब मखमल ही लागे है । तस्वीर #ग्वालियर की है । शुक्र है जनाब बच गए। pic.twitter.com/xL52pYY5U4

— Sharad Srivastava (@sharadjmi) May 22, 2022

নিউজ ১৮-এর এক সাংবাদিক ভিডিওটি তার টুইটার (Twitter) একাউন্টে সেয়ার করেন। ভিডিওটি দেখার পর অনেকেই বেশ মজা মজার মন্তব্য করেছেন তাতে। যদিও মাতাল ওই লোকটিকে ট্রেনের নিচ থেকে পরে উদ্ধার করে রেল কর্মীরা তাদের সঙ্গে নিয়ে যান। ওই সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের গোয়ালিয়া (Goalia) স্টেশনে এই ঘটনা ঘটেছে।

আপনার জন্য
WhatsApp Logo