Friday, December 8, 2023

বৃদ্ধাকে খুন করে দেহ মাটিতে পোঁতার সময়ই হার্ট অ্যাটাকে মারা গেল আরেক বৃদ্ধা

Another old woman died of a heart attack while her body was being dumped on the ground

#নিউজ ডেস্কঃ দক্ষিণ ক্যারোলিনার ট্রেন্ট রডের একটি বাগান বাড়িতে এক বৃদ্ধার দেহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে (police) খবর দেন। এরপর পুলিশ এসে ওই বৃদ্ধা মারা গিয়েছে বলে নিশ্চিত করেন তাঁরা। এরপরেই তদন্তে নেমে চক্ষু চড়কগাছে উঠে যায় পুলিশের। পাশের গর্তে পড়ে রয়েছে আরো একটি দেহ! খবর আনন্দবাজার।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জোসেফ ম্যাককিনন নামে ৬০ বছরের এক বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে জানা যায়, ওই বৃদ্ধার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। সম্ভব হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। পুলিশ বলে, ওই বৃদ্ধার পাশ থেকে একটি গর্তের ভেতর প্যাট্রিসিয়া রুথ ডেন্ট নামে বছর পঁয়ষট্টির আরেক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান হয়তো ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। কারণ তার দেশের পাশ থেকে পাওয়া যায়, একটি বড় পলিথিন।

পুলিশ জানায়, প্যাট্রিসিয়ার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের সন্দেহ, প্যাট্রিসিয়াকে খুন করে তার দেহ একটি প্লাস্টিকে মুড়িয়ে ওই গর্তে হয়তো ফেলে দিতেন জোসেফ। এরপর মাটি চাপা দিতেন। কিন্তু তার আগেই জোসেফ হার্ট অ্যাটাকে মারা যান। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যসূত্রে একথা জানায় পুলিশ। 
আপনার জন্য
WhatsApp Logo