#নিউজ ডেস্কঃ বিরিয়ানী খেতে সোজা আমেরিকা থেকে মহারাষ্ট্রের পুনে (Pune) শহরে বসবাসরত এক অটোরিকশা চালকের বাড়িতে ছুটে আসলেন আমেরিকান এক মহিলা। ঘটনায় কিম রিঙ্কি নামে ওই মহিলা তার লিঙ্কডইন প্রোফাইলে এ কথা নিজেই শেয়ার করেন। জানা যায়, ডেম্যাটিক নামে একটি কোম্পানির গ্লোবাল প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং একাডেমির ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন কিম
কিম বলেন, পুনেতে তার অটোরিকশা চালক বন্ধু অ্যান্টনি নিজেই তাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছিলেন। যেখানে অ্যান্টনির হাতের তৈরি বিরিয়ানি খেয়ে নিজেকে আপ্লুত অনুভব করেন কিম। কিম বলেন, সেদিন আবার অ্যান্টনির বড় ছেলের জন্মদিন ছিল। আমারা কেক কেটে সেই জন্মদিনও উদযাপন করি। এরপর দুজন একসাথে বিয়ার পান করি।
কিম তার লিঙ্কডইন প্রোফাইলে ভারতীয় সংস্কৃতির অনেক প্রশংসা করেন। এছাড়াও কিম লিখেছেন, ভারতীয় পরিবারদের অতিথিদের প্রতি আপ্যায়ন দেখে তার চোখে জল চলে আসে। কিম বলেন, অ্যান্টনির সাথে রাতে বিরিয়ানি খাওয়ার পর অবশিষ্ট বিরিয়ানী ফ্রিজে রেখে দেই। এরপর অ্যান্টনি আমাকে তার অটোরিকশায় চড়িয়ে পুরো পুনে শহর ঘুরিয়ে দেখায়।