Friday, December 8, 2023

বাতাসের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তার পরেও চপ্পলকে কেন হাওয়াই চপ্পল বলা হয়?

It has nothing to do with wind, but why are slippers still called Hawaiian slippers?

#নিউজ ডেস্কঃ বিমান আকাশে উড়ে তাই বিমানকে বিমান বা কেউ উড়োজাহাজ বলে থাকেন। তেমনি জলের নীচে চলে এমন কোনো যান্ত্রিক যন্ত্রের কথা মনে পড়লে সাবমেরিন (Submarine) বা ডুবোজাহাজের কথা মাথায় আসে। কিন্তু হাওয়াই চপ্পল’কে কিসের সাথে তুলনা করবেন? চপ্পল’ তো বাতাসে উড়ে না, কিন্তু তার পরেও চপ্পলকে কেন হাওয়াই চপ্পল’ বলা হয়? এর পেছনের কারণটা কি?

অনেকের মতে, চপ্পল পড়লে বাতাস মুক্ত অর্থাৎ চপ্পল পড়লে পা তুলনামূলক ভাবে হালকা মনে হয় তাই হয়তো এর নাম রাখা হয়েছে হাওয়াই চপ্পল। কিন্তু একদমই ভুল ধারণা এটি। কারণ, এই নামের উৎপত্তির পেছনে রয়েছে এক ভিন্ন ইতিহাস, যার সাথে বাতাসের কোনো সম্পর্ক নেই।

কিছু মিডিয়া রিপোর্ট এবং ইতিহাসবিদদের তথ্য অনুসারে, আমেরিকায় একটি দ্বীপ আছে যার নাম হচ্ছে হাওয়াই (Hawaii)। এবং সেই দ্বীপে বিশেষ এক ধরনের গাছ পাওয়া যায়। স্থানীয়দের কাছে সেই গাছটি ‘টি’গাছ অর্থাৎ চা গাছ নামে পরিচিত। গাছটির নাম টি গাছ হলেও মূলত এটি রাবারের মতোন কাপড় তৈরি করে। আর সেই কাপড় থেকে নমনীয় ফ্যাব্রিক (Fabric) বের করে সেখান থেকে চপ্পল তৈরি করা হয়। তাই সেই চপ্পলকে হাওয়াই চপ্পল বলা হয়।

তবে চপ্পলকে হাওয়াই চপ্পল বলার পেছনে রয়েছে অন্য আরেক কারণ। জানা যায়, জাপানের (Japan) শ্রমিকরা একসময় কাজের সুত্রে হাওয়াই’তে যেতেন। এরপর তারা সেই দ্বীপের চপ্পল পড়ে নিজ দেশ জাপানে ফিরে আসলে সেখান থেকে প্রচলন শুরু হয় হাওয়াই চপ্পলের কথা।
আপনার জন্য
WhatsApp Logo