#লাইফস্টাইল ডেস্কঃ ফুলশয্যা রাত হলো প্রতিটি মানুষের জীবনে একটি স্পেশাল মুহুর্ত (special moment)। যেই রাতের জন্য অনেকেই বিয়ের আগে নানা রকম প্ল্যানিং (planning) করে রাখেন। এমনকি নতুন মানুষটির সঙ্গে প্রথম সাক্ষাৎ এবং মনের মিলবন্ধন কিন্তু এই ফুলশয্যা রাত থেকেই শুরু হয়। বিশেষ করে যাদের Arrange marriage করে বিয়ে হয়েছে। তবে অনেক মানুষই আছেন, যারা কিনা জানেন না এই ফুলশয্যা রাতে আসলে কি হয়! তাই এই রহস্য জানলে আপনি চমকে উঠবেন।
|আসলে কী হয় সেই রাতে?
ভালো ঘুমঃ অনেকেই রীতি-রেওয়াজ মানতে বিয়ের দিন খুব ভারী ভারী জামা কাপড় পড়ে থাকেন। তাই ফুলশয্যা রাতে নবদম্পতি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেন। পড়ে একে অপরের সাথে ভালোবাসায় জরিয়ে পড়েন।
রোমান্টিক কথা বার্তাঃ অনেকেই ফুলশয্যা রাতে সঙ্গীর মন গলাতে রোমান্টিক কথা বার্তা বলে থাকেন। যাতে করে সঙ্গী একটু স্বাচ্ছন্দ বোধ করে। আর এর পরেই পরবর্তী স্টেপ।
হানিমুন প্ল্যানিংঃ ফুলশয্যা রাতে অনেকেই হানিমুন প্ল্যানিং করে থাকেন। বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা অধিকাংশই জানেন না, আসল হানিমুন তো আজ রাতেই হতে চলেছে।
#আরো পড়ুনঃ মৃত বাবাকে সামনে বসিয়ে বিয়ে করলেন ছোট ছেলে!