Friday, December 1, 2023

প্রেমিকার উপর অভিমান করে পুতুলকে বিয়ে করলেন প্রেমিক!

The-young-man-married-the-doll-out-of-pride-over-his-lover

#নিউজ ডেস্কঃ প্রেমিকার উপর রাগ করে পুতুলকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ৩৬ বয়সী জাই তিয়াংরংয়। শুধু তাই নয়, পুতুলের শরীর নষ্ট হতে পারে, এই আশঙ্কায় ওই যুবক নিজের স্ত্রীকে এখন পর্যন্ত চুম্বনও করেননি বলে জানা যায়। তিয়াংরংয় চায়নার হংকংয়ের (Hong Kong) বাসিন্দা। তিনি ২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে দিয়ে মোচি নামের ওই পুতুলকে কিনেছিলেন।

তিয়াংরংয় মতে, নারীর মন জয় করার থেকে একটি পুতুলকে বিয়ে করে তিনি অনেক স্বাচ্ছন্দ বোধ করছেন। তিয়াংরংয় জানান, পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সামনেই সম্প্রতি মোচি নামে ওই পুতুলটিকে বিয়ে করেছেন তিনি। বিয়েতে নতুন বউকে iPhone 12 সহ আরো একাধিক উপহার দেন তিয়াংরংয়।

এক সাক্ষাৎকারে তিয়াংরংয় জানান, তিনি তার পুতুল স্ত্রীকে অনেক সম্মান করেন। তিয়াংরংয় বলেন, এর আগেও অনেক মেয়ের সাথে প্রেম করেছি। কিন্তু তারা শুধু আমার টাকাকে ভালোবাসেছে। আর তার পর থেকে মেয়েদের প্রতি আকর্ষণ হারিয়ে ধিরে ধিরে পুতুলের প্রতি আকর্ষণ অনুভব করি আমি। তিয়াংরংয় বলেন, মোচি শুধু একটি পুতুল নয়। ও আমার স্ত্রী। যার স্বপ্ন শুধু আমাকে ঘিরে।
আপনার জন্য
WhatsApp Logo