Friday, December 8, 2023

প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে করতে চাইছেন বিল গেটস!

Bill Gates wants to marry his ex-wife once again

#নিউজ ডেস্কঃ নিজের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চকে (Melinda Frenchk) আবারো একবার বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলেন বিশ্বের অন্যতম ধনকুবের (মাইক্রোসফট কম্পানির) প্রতিষ্ঠাতা বিল গেটস। ২০২১ সালে তাদের তিন যুগের বেশি সময় ধরে চলা বৈবাহিক জীবনে ধরে ফাটল ধরেছিল।

রোববার (Sunday) ১ মে (May)  সানডে মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, নিজের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চকে আবারো একবার বিয়ে করতে চান তিনি।
কারণ, মেলিন্ডার সাথে তার বৈবাহিক জীবন দারুন ছিল। বিল গেটস বলেন, বিবাহ বিচ্ছেদের পর আমার মধ্যে অনেক পরিবর্তন আসে। সাক্ষাৎকারে বিল জানান, তিনি কখনোও ভাবতেই পারেননি যে তিনি ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিলেন। অথচ ডিভোর্সের পর তিনি এবং তার স্ত্রী একই সাথে একটি ফাউন্ডেশনে কাজ করেছে।

জানা গেছে, বিল এবং তার স্ত্রী মেলিন্ডার মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তারা যৌথভাবে একটি ফাউন্ডেশন চালান। অনেকে দাবি, হয়তো বিল আবারও তার পুরোনো স্ত্রীর প্রেমে পড়েছেন। ফলস্বরূপ প্রেম থেকে আরও একবার বিয়ে করছেন এই ধনকুবের।
আপনার জন্য
WhatsApp Logo