Friday, December 8, 2023

প্রাক্তনের পুরোনো আংটি নতুন প্রেমিকাকে পড়াতে গিয়ে বিপত্তি! প্রেমিকার এক আঘাতে হসপিটালে ভর্তি প্রেমিক

Ex-boyfriend's-old-ring-is-a-danger-to-the-new-lover-Boyfriend-at-the-hospita-kicked-punched

#নিউজ ডেস্কঃ প্রাক্তন প্রেমিকাকে দেওয়া পুরোনো বিয়ের আংটি নতুন প্রেমিকাকে পড়াতে গিয়েই বিপত্তি! বিষয়টি  হাতে নাতে ধরে ফেলতেই প্রেমিককে উত্তম-মধ্যম মার দিলেন প্রেমিকা। শেষমেষ রক্তমাখা অবস্থায় হসপিটালে ভর্তি হতে হয়েছিল ওই যুবককে। ঘটনাটি ফ্লোরিডায় (Florida) ঘটেছে।

ফ্লোরিডার সংবাদ পত্রের রিপোর্ট অনুযায়ী, ভুক্তভোগী ওই যুবকের নাম বেংট নিকুইস্ট। প্রেমিকা ইনগা দফতারতিয়ান তাকে বেশ ভালোই মারধর করেছিল। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হসপিটালে (Hospital) নিয়ে যায় তারই নিকটবর্তী স্বজনরা। গোটা ঘটনায় বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছেন তাঁরা।

জানা যায়, বেংট ভাবতেও পারেননি যে, ভালবেসে এনগেজমেন্ট রিং (Engagement ring) উপহার দিতেই প্রেমিকা তাকে উত্তম-মধ্যম মারধর শুধু করবে। যদিও প্রেমিকা ইনগার হাতে বেশ ভালোই মানিয়েছিল সেই আংটি। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। যখন প্রেমিকের বাড়িতে গিয়ে তার পুরনো ছবির অ্যালবাম ঘাঁটতে শুরু করেন প্রেমিকা। আর সেই ছবিতেই দেখা যায়, ঠিক এই আংটি-ই রয়েছে প্রাক্তন প্রেমিকার হাতে।

ঘটনায় ইনগার বলেন, বেংট তাকে ঠকিয়েছে। ইনগা-কে দেওয়া এনগেজমেন্ট রিংটি আসলে বেংট-এর প্রাক্তন প্রেমিকার। এরপর সে রেগে মেগে বেংটের কাছে গিয়ে তার মাথায় এক আঘাত করেন। এছাড়াও তাকে লাথি-ঘুষি মারে ইনগার। এরপর বেংটের চিৎকারের আওয়াজ শুনে রক্তমাখা (Blood) অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যায় তারই স্বজনরা। যদিও ওই যুবকের অবস্থা এখন বেশ কিছুটা স্থিতিশীল।

ঘটনায় কোনো প্রতিক্রিয়া ব্যাখ্যা করেনি ভুক্তভোগী বেংটা। বেংটা শুধু বলেন, কোথাও একটা ভুল হয়েছে।
আপনার জন্য
WhatsApp Logo