#নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Record) নথিভুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত জিউস নামে একটি কুকুরের নাম। কুকুরটি গ্রেট ডেন প্রজাতির। বাদামি ও ধূসর রঙের কলোসাস কুকুরটিকে প্রথমে দেখলে মনে হয় একটি ঘোড়া। করণ কুকুরটির উচ্চতা, ৩ ফুট ৫.১৮ ইঞ্চি।
কুকুর মালিক ব্রিটানি ডেভিস বলেন, জিউসের বয়স মাত্র ২ বছর। এছাড়াও কুকুরটিকে যখন তিনি ঘরে এনেছিলেন তখন তার বয়স ছিল, ৮ সপ্তাহের মতো। এরপর ২ বছরের মধ্যেই কুকুরটি বিশ্বরেকর্ড গড়ে তোলে। ডেভিস বলেন, প্রথমে যখন কুকুরটিকে তিনি বাড়িতে নিয়ে আসেন, তখন সে অনেকটাই লম্বা ছিল। এরপর ২ বছরের মধ্যে কুকুরটি ১.০৪৬ মিটার অর্থাৎ ৩ ফুট ৫.১৮ ইঞ্চি উচ্চতায় পৌঁছে যায়।
তবে কুকুরটির এমন উচ্চতা দেখে সবাই তাকে ভয় পান। ডেভিস বলেন, জিউস খুবই শান্ত প্রকৃতির একটি প্রাণী। বাড়িতে সবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক তার। এমনকি সে নিজের সন্তানদেরও (Son) খেয়াল রাখে।
জানা যায়, প্রতিদিন প্রায় ১২ কাপ জেন্টাল ডায়েট (কুকুরের খাবার) খায় জিউস। পাশাপাশি ডিম ভাজা এবং বুলি স্টিকসও (Bully sticks) দেওয়া হয় তাকে। তবে বরফের টুকরা তার সবচেয়ে প্রিয় খাবার।
গিনেজ বুকের তথ্য অনুযায়ী, এর আগেও জিউস নামে অন্য আরেকটি কুকুর সবচেয়ে লম্বা কুকুরের খেতাব জিতেছিল। যদিও সেই জিউসের উচ্চতা ছিল ৩ ফুট ১০ ইঞ্চি।