#নিউজ ডেস্কঃ প্রথমে ‘বুলেটপ্রুফ‘ কাঁচ ভাঙ্গার চেষ্টা। পরে ব্যর্থ হাওয়ায় মোনালিসার (Mona Lisa) চিত্রকর্মে কেক ছুড়ে মারেন এক দর্শনার্থী। ফ্রান্সের প্যারিসের (Paris) ল্যুভর জাদুঘরে এ ঘটনা ঘটে। তবে চিত্রকর্মটির সুরক্ষার জন্য সম্মুখভাগে লাগানো বুলেটপ্রুফ কাচেই লেগে যায় সেই কেকের টুকরো। খবর আল-জাজিরার।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীর বয়স ৩০-এর আসেপাশে। তিনি একজন পুরুষ। জানা যায়, পরচুলা পরে হুইল চেয়ারে (Wheelchair) করে জাদুঘরে এসেছিলেন ওই দর্শনার্থী। এরপর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মোনালিসার চিত্রকর্মের দিকে এগিয়ে যান। একপর্যায়ে চিত্রকর্মটির সুরক্ষায় থাকা বুলেটপ্রুফ কাচ ভাঙার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টা বিফলে গেলে কেক ছুড়ে মারেন ওই দর্শনার্থী।
আল-জাজিরা জানায়, কেক হামলা’র পর চিত্রকর্মের দিকে গোলাপও ছুড়ে দিয়েছিলেন তিনি। তবে ঘটনার পর পরই যুবককে আটক করে পুলিশ। তবে, তার পরিচয় জানাতে অসম্মতি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ।
জানিয়ে দেই, ইতালীয় শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা (Leonardo da Vinci) বিশ্বের সর্বকালের অন্যতম সেরা চিত্রকর্ম স্রষ্টা এটি।
#আরো পড়ুনঃ সোনা-দানা সব চুরি করে বাড়ির মালিককে প্রেমপত্র হিসেবে i love you লিখে দিয়ে গেলে রোমান্টিক চোর