Saturday, December 2, 2023

প্রচন্ড ঠান্ডা আর হিংস্র প্রাণীদের হাত থেকে শিশুকে বাঁচাতে মায়ের মতোন আগলে রাখলো ভাল্লুক

The-bear-held-the-baby-like-a-mother-from-the-cold-and-other-fierce

#নিউজ ডেস্কঃ প্রচন্ড ঠান্ডা আর হিংস্র প্রাণীদের হাত থেকে ৩ বছরের একটি শিশুকে বাচাতে মায়ের মতোন আগলে রেখেছিল একটি কালো ভাল্লুক। উত্তর ক্যারোলিনার  (Carolina) বরফে ঢাকা জঙ্গলে দুদিন আগেই হারিয়ে গিয়েছিল ওই শিশুটি। স্থানীয়রা জানিয়েছে, ক্যাসি হাথওয়ে নামে হারিয়ে যাওয়া ওই শিশুটিকে জঙ্গলের ভেতর দু-দিন ধরে খুঁজে ছিল তাঁরা। শেষ পর্যন্ত ক্যাসিকের কোন খোঁজ না মেলায় এরপর এক উদ্ধারকারী দলের শরণাপন্ন হন সকলেই। 
 
উদ্ধারকারী দলের প্রবক্তা ক্র্যাভেনের শেরিফ চিফ জানিয়েছেন, শিশুটি নিখোঁজ হবার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, শিশুটি হয়তো মারা গিয়েছে। কারণ জঙ্গলের ভিতর ছিল অনেক হিংস্র প্রাণীর বসবাস। একই সাথে প্রচুর ঠান্ডা। শেরিফ বলেন, সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার (Thursday) গভীর রাতে একটি উদ্ধারকারী দল হেলিকপ্টার এবং ড্রোন উড়িয়ে শিশুটির সন্ধান পায়। 

উদ্ধারের পর শিশুটি জানিয়েছে, একটি কালো ভাল্লুক জঙ্গলের ভিতর হিংস্র প্রাণী ও ঠান্ডার হাত থেকে বাঁচাতে তাকে দু-দিন ধরে আগলে রেখেছিল। প্রথমে শিশুটির কথায় কারো বিশ্বাস না হলেও পরে তার প্রমাণ মেলে। শিশুটি জানিয়েছে, তার কোন মা-বাবা নেই।
আপনার জন্য
WhatsApp Logo