#নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় হুইস্কির বোতল ‘দ্য ইন্ট্রোপিড’ নামের ৩১১ লিটারের বোতলটি নিলামে উঠছে চলেছে আগামী ২৫ মে (May)। বোতলটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। মিডিয়া আউটলেটের তথ্য অনুসারে, বোতলটির নিলামের দায়িত্বে থাকছে এ়়ডিনবার্গের একটি নিলাম সংস্থা। এদিকে ৫ ফুট ১১ ইঞ্চি বিশিষ্ট এই বোতলটির দাম ভারতীয় মুদ্রায় ১৮ কোটি ২২ লাখ টাকা। আর এই দামে কিনা বোতলটি কিনতে গেলে সুরাপ্রেমীদের মাথায় হাত পড়তে বাধ্য।
বিশ্ব রেকর্ড জানিয়েছে, এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বহুমূল্য হুইস্কির বোতল। একই সাথে ৩২ বছরের পুরোনো এই মল্ট স্কচের বোতলটি বিশ্বের অন্যতম সেরা স্বাদের পানীয় বলে গন্য করা হয়েছে।
জানা গেছে, বিশ্বের অন্যতম বৃহৎ এই হুইস্কির বোতলটি এতদিন রাখা ছিল ম্যাককালান ডিস্টেলারিতে। বোতলটি নিলামে তোলার পর এটির মালিক হবেন অন্য কেউ। একই সাথে বৃহৎ আকৃতির এই হুইস্কির বোতলটি ৩২ বছর ধরে রাখা ছিল ম্যাকালানের কাস্কে। জানা যায়, আর মাত্র ১২ টি এই ধরনের বোতল অবশিষ্ট রয়েছে। এবং প্রতিটি বোতলেই একই রকম নকশা আঁকা।