#নিউজ ডেস্কঃ নারীদের জনপ্রিয় পোশাক স্কার্ট পড়ে স্কুলে আসছেন শিক্ষকরা। শুধু তাই নয়, এই স্কার্ট পড়ে স্কুলে ক্লাস করানোর পাশাপাশি নিয়মিত বাড়িতেও স্কার্ট পড়ছেন তারা। স্পেনের (Spain) একদল পুরুষ শিক্ষককে এই স্কার্ট পড়ে স্কুলে আসতে দেখা গিয়েছে। যাকে বলা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ নিয়ম ভঙ্গ করা।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রো জানায়, দেশে সহনশীলতা বাড়াতে এবং জেন্ডার স্টেরিওটাইপের নিয়ম ভাঙতেই নাকি এই পদক্ষেপ স্পেনের শিক্ষকদের। মেট্রো জানায়, ২০২০ সালে একটি ছেলে স্কার্ট পরে স্কুলে এসেছিল। তখন সেই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করে দেয় স্কুল কর্তৃপক্ষ। আর সেই প্রতিবাদে জানাতেই নাকি জেন্ডার নর্মের বিরুদ্ধে লড়াই করতে ক্লাসে স্কার্ট পড়ে হাজির হচ্ছেন বহু পুরুষ শিক্ষক। স্কার্ট পড়া কিছু শিক্ষক বলেন, তাদের এই প্রতিবাদ ধিরে ধিরে সফলতার দিকে এগোচ্ছে। কারণ ইতিমধ্যেই দেশটিতে ক্লথস হ্যাভ নো জেন্ডার’ (Clothes have no gender) মুভমেন্ট জনপ্রিয়তা পেতে থাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুজন পুরুষ শিক্ষককের স্কার্ট পড়া ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, দুই শিক্ষক প্যান্ট বাদ দিয়ে স্টাইলিশ স্কার্ট পড়ে আছেন। জানা গেছে, তাদের বয়স ৩০ বছরেও বেশি।