Friday, December 1, 2023

তিমির পেটের ভেতর ৩ দিন আটকে রইলো জেলে! বেঁচে ফিরে শোনালেন ভয়াবহ কাহিনী

The-whale-was-stuck-in-the-stomach-for-3-days-in-jail

#নিউজ ডেস্কঃ সাধারণত সিনেমা কিংবা রুপকথার গল্পেই শোনা যায় কুমির কিংবা তিমির পেট থেকে জীবন্ত মানুষের বেঁচে ফিরে আসার কথা। কিন্তু স্পেনে (Spain) যেই ঘটনাটি ঘটে সেটি মোটেও গল্প নয়। বরং সত্যি এক বাস্তব মুখী ঘটনা। স্পেনের এক জেলে যার নাম লুইগি মার্কেজ একটি তিমির পেটে ৩ দিন আটকে থাকার পর অবশেষে জীবিত ফিরে আসেন তিনি। 
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, লুইগি স্পেনের সমুদ্রের ধারে দিন প্রতিদিনের মতোই মাছ ধরছিলেন। হঠাৎই এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তার মাছ ধরার নৌকাটি উল্টে যায়। এর পর থেকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই জেলেকে। কোস্টগার্ডরাও খুঁজে না পেয়ে হাল ছেড়ে দেন। এরপর ৩ দিন বাদে খোঁজ মিলে লুইগির। বেঁচে ফিরে লুইগি যা শোনায় সেটা মূলত কোন মুভির কাহিনী থেকেও কম নয়।

লুইগি জানায়, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তার নৌকাটি উল্টে যায়। যদিও তিনি সমুদ্রের পাড়েই মাছ ধরছিলেন। কিন্তু হঠাৎই কোথা থেকে এক বিশাল বড় তিমি এসে তাকে গিলে নেয়। জ্ঞান ফেরার পর লুইগি লক্ষ্য করেন চারিদিকে শুধুই অন্ধকার। একটু আলো খুঁজতে লুইগি তার ওয়াটারপ্রুফ (Waterproof) ঘড়ির আলো ব্যবহার করেন। আর সেই আলোর মাধ্যমেই লুইগি বুঝতে পারেন, তিমির পেটে আছেন তিনি। এরপর তীব্র আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন লুইগি। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। শেষমেষ তিমিটির বমির মাধ্যমে তিমির পেট থেকে বেড়িয়ে আসেন লুইগি। 

লুইগি বলেন, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি। জানা যায়, তিমির পেট থেকে লুগির বেঁচে ফিরে আসার গল্প শুনে হতবাক হয়েছেন সকলেই।

আপনার জন্য
WhatsApp Logo