#নিউজ ডেস্কঃ সকাল, দুপুর, রাতে ৩ বেলাতেই নুডুলস খেতে খেতে বিরক্ত স্বামী। এরপরেই প্রচন্ড রাগে ও ক্ষোভে আদালতের মাধ্যমে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তি। ঘটনাটি, কর্ণাটক (Karnataka) রাজ্যের বল্লারির জেলায় ঘটেছে। জানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী নাকি নুডুলস ছাড়া আর কোন কিছুই রান্না করতে পারেন না। আর এই কারণেই স্বামীকে রোজ নুডুলস বানিয়ে খাওয়ান ওই মহিলা।
ঘটনায় মাইসুরুর জেলার দায়রা জজ আদালতের বিচারক এম-এল রঘুনাথ (Raghunath) বলেন, তার কাছে একটি ডিভোর্সের আবেদন আসে। যেখানে উল্লেখ ছিল, রোজ নুডুলস খেতে খেতে বিরক্ত এক ব্যক্তি। কারণ, তার স্ত্রী নাকি তাকে ৩ বেলাতেই নুডুলস বানিয়ে খাওয়ান। আবেদনে উল্লেখ ছিল, অন্য কোন পদ বা তরকারী একদমই রান্না করতে পারেননা ওই ব্যক্তির স্ত্রী। শুধু তাই নয়, একদিন নাকি নুডুলস খেতে খেতে অসুস্থও হয়ে পরেন তিনি। ব্যক্তি বলেন, তার স্ত্রী নাকি শুধু দোকানে গিয়ে ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনেন।
বিচারক রঘুনাথ জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে উভয়ের সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। রঘুনাথ বলেন, প্রায়শই তার কাছে বিবাহবিচ্ছেদের মামলা আসে। যেখানে খাবারে লবণ বেশি হওয়ায় কারণে, স্ত্রীকে বাইরে ঘুরতে না নিয়ে যাবার কারণে বিবাহবিচ্ছেদের মামলা করেন অনেকেই।
সাংবাদিকদের রঘুনাথ জানান, বিবাহবিচ্ছেদের মামলার বেশিরভাগই শহর এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে বেশি দেখা যায়। কারণ গ্ৰাম গুলিতে গ্ৰাম পঞ্চায়েত যে কোন পারিবারিক ছোট-খাটো সমস্যা গুলো সমাধান করে দেয়।