#নিউজ ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং (Chonking) বিমানবন্দরে টেক-অফের সময় রানওয়েতে ভেঙে পড়ে একটি চাইনিজ যাত্রীবাহী বিমান। এতে করে ঘটনাস্থলেই দাউ দাউ করে আগুনে জর্জরিত হয়ে যায় বিমানটি। ইন্ডিয়া টুডের ডিজিটাল পোর্টাল এই তথ্য জানায়।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (Thursday) সকালে ঘটে এই ঘটনা। ঘটনার পরেই দুটি রানওয়ে বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তী রানওয়ে দুটি ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ উন্মুক্ত করে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার পর কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
Tibet Airlines TV9833/A319/B-6425 from Chongqing to Nyingchi was on fire during take-off this morning, details still not known. CKG/ZUCK closed for now. pic.twitter.com/CPL47fmfVk
— FATIII Aviation (@FATIIIAviation) May 12, 2022
ফ্লাইট রাডার ২৪ এর তথ্য অনুযায়ী, তিব্বত (Tibet) এয়ারলাইনসের A319 মডেলের চাইনিজ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিকে শেষবার ট্র্যাক করার হয়েছিল এক মিনিট পর রানওয়ে বন্ধ করে দেবার আগে।