#নিউজ ডেস্কঃ বিয়েকে কেন্দ্র করে সারাবিশ্বে নানা মানুষের নানান রকম রীতি-রেওয়াজ রয়েছে। যেই রীতি-রেওয়াজ পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আর তেমনই একটি রেওয়াজ রয়েছে ফ্রান্সের (France) সংস্কৃতিতে। যেই রেওয়াজের কথা শুনলে প্রাথমিকভাবে নাক সিঁটকে উঠতে বাধ্য হবেন আপনি। কারণ, সেখানে অতিথিদের এঁটো দিয়ে তৈরি করা হয় এক বিশেষ স্যুপ। যেই স্যুপ কিনা আবার খাওয়ানো হয় নবদম্পতিদের।
ফ্রান্সের লা-স্যুপ নামে একটি পুরোনো প্রথা অনুযায়ী, নবদম্পতিরা প্রথম রাতে দরজায় খিল দেওয়ার আগেই একটি স্যুপ বা সরবত জাতীয় পানীয় পান করানো হয় তাদের। যেই সরবত বিয়েতে আগত অতিথিদের খাওয়া-দাওয়ার শেষে তাঁতের পাতে অবশিষ্ট ‘এঁটো’ গুলো একটি পাত্রে ঢেলে তৈরি করা হয়। এরপর সেই সরবত পান করতে দেওয়া হয় নবদম্পতিকে।
ফ্রান্সের লোকজন বিশ্বাস করেন, এঁটো দিয়ে তৈরি করা এই বিশেষ সরবত নবদম্পতিদের যৌন শক্তিকে বাড়িয়ে তোলে। এরফলে বিয়ের প্রথম রাত মন ভরে উপভোগ করতে পারবেন তাঁরা। যদিও এখন আর এই এঁটো দিয়ে তৈরি করা সরবত তাদের খাওয়ানো হয় না। এর বদলে নবদম্পতিকে দেওয়া হয়, চকোলেট ও শ্যাম্পেন মিশ্রিত সরবত।