Friday, December 8, 2023

ছেলের বিয়েতে আকাশ থেকে কোটি কোটি টাকা ওড়ালেন বাবা!

Viral video

#নিউজ ডেস্কঃ ছেলের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের উপর  আঁকাশ থেকে কোটি কোটি টাকা বর্ষন করলেন বাবা। এমনকি টাকা বর্ষনের জন্য একটি হেলিকপ্টারেরও ভাড়া করেছেন তিনি। ঘটনাটি পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব শহরে ঘটেছে। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়, ছেলের বিয়েতে নতুনত্ব এবং চমক আনতেই নাকি বরের বাবার এমন পদক্ষেপ। তিনি খুশিতে উচ্ছ্বসিত হয়ে আমন্ত্রিত অতিথিদের ওপর ১৫ কোটি টাকা ছড়ান। এদিকে আকাশ থেকে সেই টাকা বর্ষনের একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল (Viral) হয়। অনেকেই সেই ভিডিওটি দেখে দ্বিমুখী মন্তব্য করছেন। কারো দাবি, এগুলো কালো টাকা।

যদিও এসব তোয়াক্কা বাদ দিয়ে ছেলের বাবা তিনি তার ছেলের বিয়েতে চুটিয়ে মজা করেন। জানা যায়, হরিয়ানা (Haryana) থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীনে (Bahuuddin) বিয়ে করতে গিয়েছিলেন ছেলে। এরপর টাকা উড়ানোর জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন বরের বাবা।
আপনার জন্য
WhatsApp Logo