#নিউজ ডেস্কঃ ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে পালিয়েছেন ‘মা’। সাথে নিয়ে গেছেন ২০ হাজার টাকা। এমনি এক চাঞ্চল্যকর অভিযোগ জানাতে থানায় হাজির হলেন, ইন্দ্ররাম নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি তার স্ত্রী বাবলির বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় হাজির হন। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের (Uttar Pradesh) উধম সিংহ নগরে। খবর ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়, অভিযুক্ত বাবলি ঘরের টাকা পয়সা সহ নিজের প্রথম পক্ষের ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জন। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ওই মহিলার স্বামী বলেন, ১১ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এবং তাঁদের তিনটি সন্তান আছে বলেও পুলিশকে জানিয়েছেন ইন্দ্ররাম। ইন্দ্ররাম বলেন, ১১ বছর আগে প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে এসে তাঁকে বিয়ে করেছিল বাবলি। সে সময় বাবলির ২টি ছেলে ছিল।
ইন্দ্ররাম পুলিশকে জানায়, বিয়ে হবার পর প্রথম পক্ষের ছেলেকে আলাদা থাকতে বলে বাবলি। কিন্তু আলাদা থাকলেও ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। মাঝেমধ্যেই বাড়িতে আসতো বড় ছেলে। এবং পরবর্তীতে সেই ছেলেকেই বিয়ে করে বাড়ি ছেড়ে পালিয়েছে ওই মহিলা এবং সাথে নিয়ে গেছে ২০ হাজার টাকা। এমনটাই অভিযোগ করেন ওই ব্যক্তি।
জানা গেছে, ইন্দ্ররামের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানায়, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন তাঁরা।