#নিউজ ডেস্কঃ চীনকে পিছনে ফেলে ২ হাজার ৭৩ ফুট লম্বা বাখ লং’ নামে বিশ্বের সবচেয়ে বড় কাঁচের ব্রিজ বানালো ভিয়েতনাম (Vietnam)। ইতিমধ্যেই ব্রিজটি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness book of World records) নিজের নাম দাখিল করার সাথেই শনিবার (Saturday) সেতুটি খুলে দেওয়া হয়েছে পর্যটনের জন্য। তবে ২ হাজার ৭৩ ফুট দীর্ঘ এই সেতুটি পাড়ি দিতে অবশ্য পর্যটকদের দরকার প্রচণ্ড মানসিক শক্তির।
ভিয়েতনাম টাইমসের তথ্য অনুসারে, শনিবারই ২৮ মে (May) সোন-লা (Son-la) শহরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ব্রীজটি। এমনকি সেতুটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সের প্রতিনিধিরাও। এরই সাথে ২ হাজার ৭৩ ফুট লম্বা সেতুটিতে উঠে নিচের দিকে তাকালে রিতিমত মাথা ঘোরার মতোন পরিস্থিতি তৈরি হয়। কারণ, দুটি পবর্তের মধ্যেকার গিরিখাদ থেকে প্রায় ৫০০ ফুট উঁচুতে তৈরি সেতুটি।
ভিয়েতনাম টাইমস জানায়, মাত্র সাড়ে ৪০০ মানুষের ধারণক্ষমতা সম্পন্ন এই সেতুটি। তবে পাহাড়ের কোল থেকে সৌন্দর্য উপভোগের জন্য দুই প্রান্তেই রয়েছে দীর্ঘ সড়ক। শনিবার ছিল সেতুটির উদ্বোধন অনুষ্ঠান। সেদিন গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মীরা ভিয়েতনাম প্রশাসনের হাতে তুলে দেন সম্মাননা।
The Bach Long #Bridge in northern #Vietnam is with its total length of 632m the world’s longest glass bridge. Under the bridge is a depth of 150m, creating a sense of adventure. The glass is 40mm thick – a lighting system and simulated sound should increase the experience. pic.twitter.com/PfKO4XudzA
— BlindAsABat (@BlindAsABat6) May 10, 2022
জানা গেছে, বাখ লং বা শ্বেতকায় ড্রাগন পৌরাণিক এই প্রাণীর নামেই ভিয়েতনামে বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কাচের এই সেতুটি। তবে এতোদিন, দীর্ঘ ও সর্ববৃহৎ গ্লাস ব্রিজের রেকর্ড ছিল চীনের গুয়াংডংয়ের হাতে। সেতুটির দৈর্ঘ্য ছিল ১৭০২৬ ফুট। গিনেজ বুকের প্রতিনিধি গ্লেন পোলার্ড বলেন, বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজের রেকর্ড এখন ভিয়েতনামের হাতে।