#নিউজ ডেস্কঃ লকডাউনে নিজের চাকরি হারিয়ে নাজেহাল পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাসিন্দা ৪০ বছর বয়সী মেগান কান্টাস নামে এক নারী। এরপর শুরু করলেন নিজের পুরোনো জামা কাপড় বিক্রি। ধীরে ধীরে এই ব্যবসার মাধ্যমে গত ১ বছরে ১০ লক্ষ টাকা আয় করেন মেগান। অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সের একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন তিনি। কিন্তু লকডাউন (lockdown) তার চাকরি কেড়ে নেয়।
এক সাক্ষাৎকারে মেগান জানিয়েছেন, ফ্লাইট অ্যাটেনডেন্ট থাকাকালীন তাকে প্রায়শই আমেরিকা (America) যেতে হতো। কিন্তু ২০২০ সালের মার্চ মাসে (March) লকডাউন চলাকালীন তিনি তার চাকরি হারান। এমন পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না। মেগান বলেন, সেই সময়ে তার আলমারিতে অনেক জামাকাপড়,জুতা এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রী ছিল যা তিনি কখনও ব্যবহার করেননি।
এরপর নিজের একটি ই-কমার্স সাইট (E-Commerce site) খুলে পুরোনো জামা কাপড় বিক্রি করা শুরু করেন মেগান। যদিও প্রথম দিকে চাকরি হারানোর পর একটি সুপারমার্কেটে খণ্ডকালীন চাকরি শুরু করেছিলেন মেগান। কিন্তু এই চাকরির মাধ্যমে তার চাহিদা পূরণ হচ্ছিল না। কারণ, একটি সন্তান ছিল তার।
ই-কমার্স সাইটের মাধ্যমে নিজের পুরোনো জামা কাপড় বিক্রির (sold) ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠেছিল মেগানের। প্রথমে তিনি তার জুতা বিক্রি করেন। যার দাম ১৩ হাজার টাকা চেয়েছিলেন তিন ।যা জুতাটির আসল দামের চেয়েও অনেক গুন বেশি।
মেগান বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে ৩৬২ টি আইটেম বিক্রি করেছেন তিনি। যেখান থেকে মেগান মাত্র ১বছরে প্রায় ১০ লক্ষ টাকা আয় করেন।