Thursday, December 7, 2023

খামার থেকে উদ্ধার ডাইনোসর আকৃতির এক চিংড়ি মাছ! যেই মাছ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো

Shrimp

#নিউজ ডেস্কঃ স্টিফিন জর্ডানের খামার থেকে উদ্ধার হয় ডাইনোসর আকৃতির বিশাল এক চিংড়ি মাছ। যেই মাছ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারোরই। খামার মালিক বলেন, উদ্ধারকৃত মাছটি ছোট খাট একটি ডাইনোসরের মতোন দেখতে। মাছটির ওজন, ২৩ পাউন্ড বা ১০ কেজি ৪৩২ গ্ৰাম। 

এক সাক্ষাৎকারে স্টিফিন বলেন, ৯৫ বছর বয়সী এই মাছটিকে তিনি মোটেও বিক্রি করতে চাইছেন না। যদিও অনেক ক্রেতারাই মাছটিকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু স্টিফিন তাদের সবাইকে ‘না’ করে দেন। 

ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিফিন জানান, ক্রেতারা মাছটিকে খাবার টেবিলে দেখার চেয়েও মাছটির সাথে সেলফি (selfie) তুলতেই বেশি পছন্দ করেন। এছাড়াও চিংড়িটির ওজন ও বয়স বিবেচনা করে এটি বিক্রি বা রান্না না করে ক্রেতার সামনে প্রদর্শন করেই বেশি আনন্দ পান তিনি

জানা যায়, খামার মালিক স্টিফিন চিংড়িকে রান্না না করে এটির জিন বাঁচিয়ে রাখতে চান। এজন্য সামুদ্রিক এক খাবার বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগও করেছেন স্টিফিন। ইতিমধ্যেই মাছটিকে লং আয়ডারল্যান্ডের একটি অ্যাকুরিয়ামে দান করা হয়েছে বলে খবর পাওয়া যায়।
আপনার জন্য
WhatsApp Logo