#নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার বাজারে ডুরিয়ান ফল (Durian Fruit) নামে এক ধরনের বিশেষ ফল পাওয়া যায়। যেই ফলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল। কারণ, এই ফলটি যে একবার খেয়েছেন একমাত্র সেই বুঝতে পেরেছেন এর স্বাদ কেমন। ইন্দোনেশিয়ার বাজারে ফলটি বিক্রি করা হয় ৫০০ ডলারে (Doller) ভারতীয় মুদ্রায় ৩৬,০০০ হাজার টাকা।
জানা যায়, বিশেষ এই ফলটিকে সবসময় শিশি বা বাক্সে স্যাটিনের কাপরে মুড়ে ঢেকে রাখ হয়। কারণ অনেকেই ফলটি কেনেন, আবার অনেকেই ফলের সঙ্গে সেলফি (selfie) তুলে নিজেদের সখ মেটান। তবে যারা এই ফলটি খেয়েছেন তাঁরা বলেন, খেতে গিয়ে তাঁদের মনে হয়েছে নোংরা নর্দমার গন্ধ পাচ্ছেন তাঁরা। এছাড়াও অনেকে আবার দুর্গন্ধযুক্ত মোজার কথাও বলেছেন।
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, সমগ্র দক্ষিণ এশিয়াতে এই ফলটিকে ‘কিং অফ ফ্রুটস‘ বা ফলের রাজা নামে ডাকা হয়। আর এই কারণেই মূলত মানুষ এই ফলটিকে খুব পছন্দ করেন। এছাড়াও ফলটির মধ্যে রয়েছে ক্রিম (Cream)। তবে সেটি খেতে মোটেও সুস্বাদু নয়।
সুপার মার্কেটের এক ফল বিক্রেতা জানিয়েছেন, জে-কুইন (J-Quinn) ব্র্যান্ডের এই ফলের গুণগত মান অনেক ভালো। আর এই কারণেই এতো দামে বিক্রি করা হয় ফলটি। তবে আজ পর্যন্ত যারা এই ফলটি একবার কিনেছেন তারা সকলেই নিজের পরিচয় আত্মগোপন করার জন্য অনুরোধ করেছেন ফল বিক্রেতার কাছে।
তবে ফলটি কেনই বা এতো বিশ্রী খেতে, কেনই বা এর গা থেকে এতো দুর্গন্ধ বের হয়, সেই বিষয়ে কিছুই খুঁজে পাওয়া যায়নি ইন্টারনেটে। তবে মানুষ হাজার হাজার টাকা খরচ করে নিজেদের পরিচয় গোপন করে এই ফলটি কিনে বাড়িতে নিয়ে যান।