Friday, December 1, 2023

এখনই পদক্ষেপ না নিলে খাদ্যাভাব সোমালিয়ায় মৃত্যু হতে পারে ৩ লাখ শিশুর, দুশ্চিন্তায় জাতিসংঘ

3 million children could die in Somalia due to lack of food if no action is taken now, UN worries

#নিউজ ডেস্কঃ এখনই পদক্ষেপ না নিলে খাদ্যের অভাবে সোমালিয়ায় সাড়ে ৩ লাখ শিশুর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ (United Nations)। সম্প্রতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা বিপর্যয়ের মধ্যে পড়েছে দেশটি। ফলে খাদ্যাভাব ও অপুষ্টিতে ভুগে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে শিশু মৃত্যুর হারও।

বিশেষজ্ঞরা বলছেন, ৫ বছর বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। চরম খরায় বিনষ্ট হচ্ছে দেশটির মাঠের ফসল। মৃত্যু হারও তুলনামূলক ভাবে বেড়েছে গবাদি পশুও। বলা হচ্ছে, চরম অনিশ্চয়তায় এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে কৃষিনির্ভর গ্রামীণ পরিবারগুলো। অনেকেরই আবার মারা গিয়েছে গবাদি পশুও। সাথে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তো রয়েছেই। ফলে চরম দুর্ভিক্ষের শিকার হতে হয়েছে দেশটিকে।

ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি সংস্থা। জাতিসংঘ বলছে, গত দু’বছর করোনা (corona) অতিমারির কারণে পরিস্থিতি আরোও ভয়াবহ রুপ ধারণ করেছে সোমালিয়ায়। খাদ্য অভাবে সাড়ে ৩ লাখ শিশুর মৃত্যুর আশঙ্কা করছে তারা।

পূর্ব আফ্রিকার বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-পরিচালক রুকিয়া ইয়াকুব বলেন, ২০১১ সাল থেকে টানা চতুর্থবার খরা দেখছি এদেশে। মানুষগুলোকে বাঁচাতে এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অর্থ। ইয়াকুব বলেন, মহামারী ও চলমান সহিংসতার কারণে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে দ্বিগুণ।

উল্লেখ, চরম অভাব অনটনে সোমালিয়ায় এরই মধ্যেই স্কুল ছাড়তে বাধ্য হয়েছে ৭০ শতাংশ শিশু। বেড়েছে বাল্যবিবাহের সংখ্যাও। 

আপনার জন্য
WhatsApp Logo