Thursday, December 7, 2023

ইসলাম ধর্মে একজন পুরুষ ৪ টি বিয়ে করতে পারেন! তাই এই ধর্ম গ্রহণে ইচ্ছে প্রকাশ করলেন উগান্ডার বিখ্যাত গায়ক

Well-known-rhinoceros-singer-Wycliffe-Tugumi

#নিউজ ডেস্কঃ ইসলাম ধর্মের বিশেষত্ব হলো এখানে একজন পুরুষ ৪ টি বিয়ে করতে পারেন। আর তাই এই ধর্ম গ্রহণে নিজের ইচ্ছে প্রকাশ করলেন উগান্ডার (Ugandan) বিখ্যাত গায়ক ওয়াইক্লিফি টুগুমি। এদিন ঈদ উপলক্ষে টুগুমি তার নিজস্ব বাসভবনে ইফতারের আয়োজন করেন। আর সেই দিনই এক সাংবাদিক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

টুগুমি বলেন, ইসলাম ধর্ম তার খুবই পছন্দ। একই সাথে এই ধর্মের কিছু বিশেষত্ব রয়েছে। যেমন, এই ধর্মে একজন পুরুষ মানুষ ৪ টে বিয়ে করতে পারেন। এমনকি বিবাহিত স্ত্রীরা নিজেদের মধ্যে কোন ঝামেলা অশান্তি ছাড়াই একসঙ্গে মিলে মিশে থাকেন। টুগুমি বলেন, আমি এই নিয়ম মন থেকে অনুভব করি। টুগুমির কথায়, বিশেষ এই নিয়ম অন্য ধর্মে দেখা যায় না।

জানা যায়, টুগুমি বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। তবে বেশ কিছুদিন যাবত টুগুমি এবং তার স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি চলছে। আর এই কারণেই উগান্ডার বিখ্যাত সঙ্গীত শিল্পী ওয়াইক্লিফি টুগুমি তিনি ইসলামের পথে হাঁটতে চাইছেন।
 
তবে টুগুমিই এই প্রথম ব্যক্তি নন যিনি ইসলাম ধর্ম গ্রহণে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। এর আগেও জিওস্টেডি, ভিসেন্ট, সেগাওয়ার মতোন বড় বড় শিল্পীরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

আপনার জন্য
WhatsApp Logo