#নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় পালাতক এক আসামির সঙ্গে ধরা পড়ে ভিকি হোয়াইট (৫৮) নামে এক নারী পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া যায়। সোমবার (Monday) ৯ মে সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে ওই পুলিশ কর্মীর মৃত্যু নিশ্চিত করেন ইন্ডিয়ানার ভান্ডারবার্গের শেরিফ ডেভ ওয়েডিং। তবে পুলিশ কর্মী ভিকির সঙ্গে ওই আসামীর কি সম্পর্ক ছিল। বা কেন তিনি ওই আসামীকে জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন সেট জানা যায়নি।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শেষ বার আসামি কেসি হোয়াইটের (৩৮) সঙ্গে ভিকিকে দেখা গিয়েছিল একটি হোটেলে। গত ২৯ এপ্রিল (April) জেল থেকে পালিয়ে যায় খুনের আসামি কেসি। ইন্ডিয়ানার পুলিশ কর্তৃপক্ষ বলেন, ইভানসভিল (Evansville) নামক একটি এলাকা থেকে ভিকি ও কেসিকে আটক করা হয়েছিল। ধরা পড়ার পর ভিকি তার নিজ বন্দুক দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এরপর হসপিটালে ১০ দিন পর মৃত্যু হয় ওই মহিলা পুলিশ কর্মীর।
মঙ্গলবার (Tuesday) আসামি কেসি হোয়াইটেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ নিহত ভিকির বিরুদ্ধে জালিয়াতি ও পরিচয় লুকানোর অভিযোগ সহ আসামি কেসিকে পুনরায় কারাগারে পাঠায়।