#নিউজ ডেস্কঃ এক বা দুই বছর নয়! টানা ১৭ টা বছর ধরে কোমায় রয়েছেন সৌদি রাজপরিবারের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালা নামে এক যুবরাজ। আর যুবরাজের এভাবে ঘুমিয়ে থাকার কারণে তাকে স্লিপিং প্রিন্স বা ‘ঘুমন্ত যুবরাজ’ বলে অভিহিত করেন অনেকে। কারণ কোমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকার মতোন।
সম্পতি প্রিন্স আল-ওয়ালিদি বিন খালেদ বিন তালার একটি ছবি প্রকাশ করা হয় টুইটারে। খবর সংস্থা দ্য নিউ আরব জানিয়েছে, সৌদি রাজকুমারী রিমা বিনতে তালাল যুবরাজের ঘুমন্ত ছবি প্রকাশ করেন। যেখানে রাজকুমারী রিমা যুবরাজের কোমায় থাকা ছবি পোষ্ট করে আল্লাহর কাছে তাকে সুস্থ করে দেবার জন্য দোয়া চান তিনি। ছবিতে যুবরাজের বাবাকেও পাশে বসে কাঁদতে দেখা যায়।
নিউ আরব জানিয়েছে, ২০০৫ সালে কলেজে পড়ার সময় একটি গাড়ি দুর্ঘটনায় আল-ওয়ালিদি বিন খালেদ কোমায় চলে যান। আর তখন থেকে আজ পর্যন্ত যুবরাজ ঘুমিয়েই রয়েছেন। যুবরাজের বাবা খালেদ বিন তালাল তিনি এক টুইটবার্তায় ছেলেকে সুস্থ করে দেবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। জানা যায়, তার বাবা খালেদ বিন তালাল বিলিয়নিয়ার সৌদি ব্যবসায়িক টাইকুন প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল আল সৌদের ভাই।
তবে যুবরাজ কোমায় থাকলেও নাকি তিনি মাঝে মাঝে সাড়া দেন। ২০২০ সালের অক্টোবর (October) মাসে একটি ভিডিওতে দেখা যায় যে, তিনি হাত নাড়ছেন। এর আগে ২০১৫ সালেও একই রকম দৃশ্য দেখা যায়। দাবি সৌদি পরিবারের। তবে এর সত্যতা জানা যায়নি।